মাদারীপুরের শিবচরে নির্মাণকাজে ব্যবহৃত মিক্সচার মেশিন বহনকারী একটি নসিমন উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবচরের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন সার্ভিস লেনের আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবচরের চরগজারিয়া গ্রামের হামেদ মাতুব্বরের ছেলে লোকমান মাতুব্বর (৩৫) ও একই উপজেলার শিকিম আলী কান্দি গ্রামের মান্নান আকন্দের ছেলে ইলিয়াস আকন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর কাজ শেষে ১১ জন নির্মাণ শ্রমিক নসিমনে মিক্সচার মেশিন নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে শিবচর যাচ্ছিলেন। নসিমনটি আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন ভাঙ্গাগামী সার্ভিস লেনের আন্ডারপাসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে নসিমনের চালকসহ ১২ জন আহত হন।
আহতদের মধ্যে ৬ থেকে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ফরিদপুর হাসপাতালে ভর্তি করানো হয়। ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে লোকমান মাতুব্বর ও ইলিয়াস আকন্দের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, নসিমন উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।